Home / আর্টিক্যাল/ব্লগ / কোষ্ঠ পরিষ্কার রাখলেই পাইলস থেকে মুক্তি :

কোষ্ঠ পরিষ্কার রাখলেই পাইলস থেকে মুক্তি :

কোষ্ঠ (মল) নিয়মিত পরিষ্কার রাখতে পারলে পাইলসকে বাই-বাই (বিদায়)। ইতিমধ্যে যাদের পাইলস(অর্শ) হয়ে গেছে, তারা নিয়মিত কোষ্ঠ (পায়খানা) পরিষ্কার রাখলে পাইলসের ক্ষয়-ক্ষতি এড়ানো সম্ভব (পরীক্ষিত)। শুধুমাত্র নিয়মিত কুসুম গরম পানিতে ইসুবগুল মিশিয়ে সেবনে কোষ্ঠ পরিষ্কার থাকে এবং অনাকাঙ্ক্ষিত রক্তস্রাব এড়ানো সম্ভব। পরামর্শে : ডাঃ একেএম ফজলুল হক সিদ্দিকী (পাইলস চিকিৎসায় একযুগের সফলতা♥♥)

Check Also

মলদ্বার বা পায়ুপথের নানান ব্যাধি :

মলদ্বারে বা পায়ুপথে নানাবিধ কারণে ব্যথা হয়ে থাকে। পায়ুপথের ব্যথার প্রধান কারণগুলো হচ্ছে (১) পায়খানার …